You dont have javascript enabled! Please enable it!

বিদেশ সফর সংক্ষিপ্ত ইয়াহিয়া তড়িঘড়ি স্বদেশে ফিরেছেন
সীমান্ত পরিস্থিতি অগ্নিগর্ভ
ঘনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে শ্রীমতী গান্ধীর আলােচনা

নয়াদিল্লী, ১৬ অক্টোবর (ইউ এন আই)-ইয়াহিয়া খান তাঁর ইরান সফর সংক্ষিপ্ত করে আজ করাচী ফিরে এসেছেন। তিনি ইরানে থাকাকালে সােভিয়েত রাষ্ট্রপতি পদগনির কাছে স্বীকার করেছেন যে, ভারত সীমান্তে পাকিস্তান সৈন্য সমাবেশ করেছে। তবে সৈন্য সমাবেশের কারণ হিসেবে তিনি পাকিস্তানের প্রতিরক্ষার অজুহাত দেখিয়েছেন।
অন্যদিকে ভারতের প্রতিরক্ষা দপ্তরের জনৈক মুখপাত্র আজ দেশের পশ্চিম ও পূর্ব সীমান্ত জুড়ে পাকসৈন্য সমাবেশের সংবাদের স্বীকৃতি জানিয়ে বলেছেন যে, ভারত পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির মােকাবিলার জন্য যথােপযুক্ত ব্যবস্থা নিয়েছে।
প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী আজ তাঁর ঘনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে আলােচনা করেন।
রেডিও পাকিস্তান আজ ইরানের পার্সেপােলিসে ইয়াহিয়ার সঙ্গে সােভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি শ্রীপদগর্নির আলােচনা উদ্ধৃত করে জানিয়েছে যে পাক-ভারত উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে শ্রীপদগর্নি উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদে বলা হয়েছে যে, সােভিয়েত রাষ্ট্রপতির কাছে পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেছেন যে “ভারত যদি সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় তবে পাকিস্তানও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।”
ইয়াহিয়া সােভিয়েত রাষ্ট্রপতি ছাড়াও যুগােশ্লাভিয়ার রাষ্ট্রপতি শ্রীটিটো ও রুমানিয়ার রাষ্ট্রপতি নিকোলাই সিসেন্ধুর সঙ্গেও পৃথক পৃথকভাবে আলােচনা করেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সহকর্মীদের মধ্যে আলােচনা
ইন্দিরা কংগ্রেসের কেন্দ্রীয় সংসদীয় বাের্ডের আলােচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধী, প্রতিরক্ষা মন্ত্রী শ্রীজগজীবন রাম, অর্থমন্ত্রী শ্রীচ্যবন, স্বাস্থ্যমন্ত্রী শ্রীউমাশঙ্কর দীক্ষিত ও শিক্ষামন্ত্রী শ্রীসিদ্ধার্থ শংকর রায় আজ সীমান্তে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করেন।
জানা গেছে যে শ্রীজগজীবন রাম তার সহকর্মীদের জানিয়েছেন যে ভারত যেকোন পরিস্থিতি মােকাবিলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে।
বিশ্বস্ত মহলের সংবাদে প্রকাশ, শ্রীমতী ইন্দিরা গান্ধী বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী ২৪ অক্টোবর রওনা হবেন।
শ্রীনগর থেকে ইউ, এন, আই জানাচ্ছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রণাদনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে কাশ্মিরের মুখ্যমন্ত্রী তিনজন ক্যাবিনেট সদস্য বিশিষ্ট একটি কমিটি জম্মু-কাশ্মীরের জন্য তৈরি করেছেন। এছাড়া রাজ্যকে সেক্টরের জন্য নতুন একজন স্পেশাল কমিশনার এবং ডি আই জি পুলিস নিয়ােগ করা হয়েছে।

সূত্র: কালান্তর, ১৭.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!