You dont have javascript enabled! Please enable it!

12TH JANUARY 1971

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বৈঠক । প্রেসিডেন্ট ভবনে প্রায় দু’ঘণ্টা ধরে অনুষ্ঠিত উক্ত বৈঠকের পর বঙ্গবন্ধু অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমাদের আলোচনা সন্তোষজনক হয়েছে। তিনি আগামীকাল তাঁর দলের কয়েকজন নেতাসহ আবার প্রেসিডেন্টের সাথে মিলিত হবেন বলে জানান। প্রেসিডেন্টের সাথে তিনি কী কী বিষয় নিয়ে আলোচনা করেছেন তা সুনির্দিষ্টভাবে জানতে চাইলে বঙ্গবন্ধু বলেন, তিনি এখন কোন কিছু বলবেন না। আগামীকাল প্রেসিডেন্টের সাথে দ্বিতীয় দফা বৈঠকে তাজউদ্দিন আহমদ, ডক্টর কামাল হোসেন এবং খন্দকার মুশতাক আহমদসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সাথে থাকবেন।

পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এডমিরাল এম. এম আহসান সাভারে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। এম. এ. আজিজের মৃত্যুতে আওয়ামী লীগের ৩ দিনের শোক ।৩১ জানুয়ারী তার আসনে উপনির্বাচন । এম. এ. আজিজ দূরদর্শী ও প্রজ্ঞাবান নেতা ছিলেন। বঙ্গবন্ধুর বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি সম্পৃক্ত ছিলেন। চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়াম তাঁর নামেই নামকরণ করা হয়।এম. এ. আজিজ ১৯৭১ সালে ১০ জানুয়ারি বহদ্দারহাট ফটিকছড়িতে জীবনের শেষ জনসভায় ভাষণ প্রদান করেন। ১১ জানুয়ারি রাত একটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই বহুদর্শী প্রজ্ঞাবান জননেতা পরলোক গমন করেন।

আসন থেকে এম এ আজিজ(101,530) জামাতের ওসমান রমিজ (15,199) কে পরাজিত করেন

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!