You dont have javascript enabled! Please enable it!

কলকাতার জনসভায় পূর্ব পাকিস্তানের স্বতঃস্ফুত গণ-অভ্যুত্থানের প্রতি অভিনন্দন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ৮ মার্চ-আজ এখানে “পূর্ব ও পশ্চিমবাংলা সম্প্রীতি সমিতি”-র উদ্যোগে এক জনসভায় গণতন্ত্র প্রতিষ্ঠার্থে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের প্রতি সহমর্মী অভিবাদন জানানাে হয়।
সভায় সর্বশ্রী অন্নদাশঙ্কর রায়, মনােজ বসু প্রমুখ অনেকে ভাষণ দেন। শ্রী মনােরঞ্জন গুপ্ত সভায় পৌরহিত্য করেন।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে নিম্নলিখিত প্রস্তাব-“সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তান জাতীয় পরিষদের উদ্বোধনী সভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘােষণা করায় সমগ্র ‘ওপার বাঙলায় যে স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার জন্য ‘এপার বাঙলা’-র মানুষ তাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছে এবং যে বিপুল সংখ্যক নাগরিক প্রাণ হারালেন তাঁদের আত্মাহুতিতে গভীর সমবেদনা ও শােক প্রকাশ করছে।”

সূত্র: কালান্তর, ৯.৩.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!